শিলিগুড়ি :- গোপন সূত্রে খবরের ভিত্তিতে বনদপ্তরের অভিযানে উদ্ধার ২৭ টি টিয়া পাখি। অবৈধভাবে টিয়া পাখি ধরে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে।ধৃত যুবকের নাম গোপাল কুন্ডু। তার বাড়ি শিলিগুড়ি মহকুমার ভুজিয়াপানি এলাকায়। বনদপ্তরের বৈকন্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের তরফে জানা গিয়েছে ধৃত ওই যুবক দীর্ঘদিন ধরে শিলিগুড়ি ও তার সংলগ্ন জঙ্গল এলাকা থেকে টিয়া পাখি ধরে অবৈধভাবে বিক্রি করতো। সেইমতো বনদপ্তরের কাছে খবর আশায় বৃহস্পতিবার বনদপ্তরের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীদের একটি টিম শিলিগুড়ি নৌকাঘাট এলাকায় যায় সেখানে গিয়ে টিয়া পাখি সমেত ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে। প্রথমে ওই যুবকের কাছ থেকে ১২ টি টিয়া পাখি উদ্ধার করা হয় ।পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়িতে গিয়ে বনদপ্তরের টিম অভিযান চালালে আরো বেশ কিছু টিয়া পাখি উদ্ধার হয়। বনদপ্তরের ডাবগ্রামের রেঞ্জের শ্যামাপ্রসাদ চাকলাদার বলেন, দীর্ঘদিন ধরেই ওই যুবক বিভিন্ন বনাঞ্চল থেকে পাখি ধরে বিক্রি করতো ।সেই খবর পাওয়ার পরেই আজ অভিযান চালানো হয়। ধৃতকে আদালতে পাঠিয়ে এই চক্রে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে রাখা হচ্ছে।
We are not about too much noise and too little content. We are about in-depth information and analysis on all issues and developments in society and in the field of art, culture, sports, read more