উত্তর সিকিমে সেনার কনভয়ের শুক্রবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরে। গাড়িটি কয়েকশো ফুট নিচে পড়লে সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় ট্রাকটি। যার ফলে ঘটনাস্থলেই ১৬ জন সেনার মৃত্যু হয়। মৃতদের মধ্যে তিনজন জুনিয়র কমিশনড অফিসার এবং ১৩ জন সেনা রয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, বিহারের পাটনার বাসিন্দা নায়েক সুবেদার চন্দন কুমার মিশ্রা, পাঞ্জাবের পাঠানকোটের বাসিন্দা ওঙ্কার সিং, দূর্গাপুরের বাসিন্দা হাভলদার গোপীনাথ মাকুর, রাজস্থানের যোধপুরের বাসিন্দা সুখা রাম, উত্তরাখন্ডের পন্তনগরের বাসিন্দা নায়েক রভিন্দর সিং থাপা, কেরালার পালাক্কাডের বাসিন্দা নায়েক বৈসাখ এস, বিহারের আরার বাসিন্দা নায়েক প্রমোদ সিং, উত্তরপ্রদেশের ইটার বাসিন্দা ভুপেন্দ্র সিং, উন্নাওয়ের বাসিন্দা শ্যাম সিং যাদব, মুজাফফরপুরের বাসিন্দা লোকেশ কুমার, হরিয়ানার ফতেহাবাদের বাসিন্দা গ্রেনেডিয়ার বিকাশ কুমার, ভিওয়ানির বাসিন্দা হাভলদার অরবিন্দ কুমার, হিসারের বাসিন্দা নায়েক সোমবীর সিং, রাজস্থানের জয়সলমেরের বাসিন্দা সুবেদার গুমন সিং, ঝুনঝুনুর বাসিন্দা নায়েক মনোজ কুমার রয়েছেন। বিমানবন্দরে তাদের শেষশ্রদ্ধা জানান ভারতীয় সেনার মেজর অঞ্জনকুমার বাসুমাতারি, বায়ুসেনা আধিকারিকরা।পাশাপাশি শহীদের শেষ শ্রদ্ধা জানাতে এলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে) ।
" />
Email subscription is an opportunity to receive an interesting newsletter from our website
We are not about too much noise and too little content. We are about in-depth information and analysis on all issues and developments in society and in the field of art, culture, sports, read more© All Rights Reserved. Designed by NETDEMI