শিলিগুড়ি, উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ভুল পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে দুই ছাত্রী,ঘড়ি কাটাই তখন প্রায় ১০টা বেজে ৩০মিনিট।তবে পরীক্ষার হলে পৌঁছে ঘাবড়ে গিয়ে রীতিমতো চোখের জল ফেলতে দেখা গিয়েছিল দুই ছাত্রীকে।
সেই সময় সহানুভূতির হাত বাড়িয়ে দেন শিলিগুড়ি থানার এসআই গোপাল চন্দ্র মন্ডল।তড়িঘড়ি হুটার বাজিয়ে দুই পরীক্ষার্থীকে শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী গার্লস হাই স্কুলে পৌঁছে দেন সঠিক পরিক্ষা কেন্দ্রে।পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী। শুক্রবার শিলিগুড়ি থানার দায়িত্বপ্রাপ্ত আইসি অনুপম মজুমদার এবং এসআই গোপাল চন্দ্র মন্ডলকে খাদা পড়িয়ে সাধুবাদ জানান।পাশাপশি ফুলের তোড়া এবং মোমেন্ট দিয়ে সংবর্ধনা জানান শেঠ শ্রীলাল মার্কেটের ব্যবসায়িক সমিতি এবং নবচেতনার সদস্যরা।
We are not about too much noise and too little content. We are about in-depth information and analysis on all issues and developments in society and in the field of art, culture, sports, read more