মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের নির্দেশে হাতির হানায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন প্রশাসনিক আধিকারিকেরা।
শুক্রবার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজ ঘাটের মৃত অর্জুন কুমার দাসের বাবা বিষ্ণু দাসের হাতে এই চেক তুলে দেন জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বসু, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
দুর্ঘটনা এড়াতে ওই রাস্তা দিয়ে সাধারণ মানুষের যাতায়াত কিছুদিনের জন্য বন্ধ করে দেয়া হয় বনদপ্তরের তরফ থেকে।
ঘটনা সূত্রে গতকাল রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজ ঘাটের বাসিন্দা বিষ্ণু দাস তার ছেলেকে নিয়ে বাইকে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে যাচ্ছিলেন।সেইসময় জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই হাতির মুখে পড়েন তারা।
এই ঘটনায় বাবা কোনোরকমে প্রাণে বেঁচে গেলেও মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন কুমার দাসের।
ওই দিন শিলিগুড়ি থেকেই এই ঘটনার শোখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়।
এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশেই শুক্রবার সকালে ওই পরিবারটির সঙ্গে দেখা করে ৫ লক্ষ টাকা চেক তুলে দেন প্রশাসনিক আধিকারিকেরা।
এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদাড়া বসু, শিলিগুড়ি পুলিশ কমিশনার আখিলেশ কুমার চতুর্বেদী, বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত, রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার,রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অন্যান্য আধিকারিকরা।
এছাড়া ও বনদপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় চলছে টহলদারি ও মাইকিং।
এছাড়াও পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে বনদপ্তরের তরফ থেকে।।
We are not about too much noise and too little content. We are about in-depth information and analysis on all issues and developments in society and in the field of art, culture, sports, read more