মৃত্যু হল এক শ্রমিকের, গুরুতর আহত হয় আরো দুই শ্রমিক
শিলিগুড়ি: নির্মীয়মান বহুতল কর্মরত অবস্থায় সিঁড়ি ভেঙে গিয়ে সপ্তমতলা থেকে পরে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের, গুরুতর আহত হয় আরো দুই শ্রমিক। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৪২ নং ওয়ার্ডের রাই কলোনী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় আহত দুই শ্রমিক সুর্য বর্মন ও সঞ্জয় বর্মন। দুজনেই ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েতের হাতিয়াডাঙ্গার বাসিন্দা। ওই ঘটনায় নির্মাণ সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই সংস্থার তরফে নির্মাণ শ্রমিকের নিরাপত্তা আইন মানা হয়নি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ওই বহুতল নির্মাণের কাজ চলছিল। আচমকা সাততলা থেকে কাঠ ও বাঁশের স্ট্রাকচার ভেঙে নীচে পরে যায় তিন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের। আহত হয় দুই শ্রমিক। অন্যান্য শ্রমিকরা তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি শুভেন্দ্র কুমার, বরো চেয়ারম্যান প্রীতিকনা বিশ্বাস ও কাউন্সিলার শোভা সুব্বা। পাশাপাশি আহতদের দেখতে নার্সিংহোমে ছুটে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
We are not about too much noise and too little content. We are about in-depth information and analysis on all issues and developments in society and in the field of art, culture, sports, read more